মেহেরপুরে পুলিশ সদস্যের ‘রহস্যময়’ মৃত্যু
- গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
- ০৪ জুন ২০২৩, ১২:১৭

মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী পুলিশ ক্যাম্পের কনস্টেবল আবু শাহেদের (২৬) মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত না বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে তার মৃত্যু হয়।
তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। তার কনস্টেবল ব্যাচ নম্বর- খুলনা-৭১৬।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কনস্টেবল আবু শাহেদ শনিবার রাত ৮টার দিকে ডিউটি শেষ করে তার কর্মস্থল এলাঙ্গী পুলিশ ক্যাম্পে শুয়ে পড়েন। রোববার সকাল ৯টার দিকে সহকর্মীরা তাকে বিছানায় অসুস্থ অবস্থায় দেখে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মারুফ জানান, চিকিৎসা দেয়ার আগেই পুলিশ কনস্টেবল আবু শাহেদের মৃত্যু হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে তা পরিষ্কারভাবে বোঝা যায়নি।
মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম (পিপিএম-সেবা) জানান, কী কারণে আবু শাহেদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত না। লাশ ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ বলা সম্ভব হবে।