২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কেসিসি নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপির ৮ নেতাকে শোকজ

- ফাইল ছবি

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় খুলনার আট নেতাকে শোকজ করেছে বিএনপি কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজের কথা জানানো হয়েছে।

যাদের শোকজ করা হয়েছে, তারা হলেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশফাকুর রহমান কাঁকন, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো: মাহবুব কায়সার, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: শমসের আলী মিন্টু, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সাবেক কাউন্সিলর আমানউল্লাহ আমান, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী ফজলুল কবির টিটো, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুশফিকুস সালেহীন ও সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মহানগর বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক মাজেদা খাতুন।

চিঠিতে বলা হয়েছে, বিগত ১৫ বছর ধরে সরকারের বিরুদ্ধে বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। বিএনপি নেত্রী দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে কারাভোগ করছেন। সরকার বিএনপি নেতাকর্মীদের হত্যা, নির্যাতন এবং প্রায় ৫০ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এমতাবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের অধীনে কোনো প্রকার নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ আপনি দলের একজন সদস্য হয়ে ব্যক্তি স্বার্থ চিন্তা করে এই সিদ্ধান্ত উপেক্ষা করেছেন। সুতরাং কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের কেন্দ্রীয় দফতরে জমা দেয়ার জন্য আপনাদের নির্দেশ দেয়া হলো।

শোকজপ্রাপ্ত ২২ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো: মাহবুব কায়সার বলেন, আমি দীর্ঘ দেড় বছর আগে বিএনপির দলীয় পদ থেকে পদত্যাগ করেছি। বর্তমানে বিএনপির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। ফলে এই শোকজ আমার জন্য কোনোভাবেই প্রযোজ্য নয়।

শোকজপ্রাপ্ত অন্য নেতারাও প্রায় একই ধরনের কথা বলেন।


আরো সংবাদ



premium cement