২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০, ১০ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনে কী খেলা

মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনে কী খেলা - নয়া দিগন্ত

উপমহাদেশের প্রখ্যাত কিংবদন্তীতুল্য শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় মাধবীলতা নাম ধরে গান গেয়েছেন। 'মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনে কী খেলা...'

প্রতিটি ডালের মাথায় বড় বড় থোকায় সন্ধ্যার পরে, ফোটে। মৃদু সুগন্ধিতে মাতিয়ে রাখে চারপাশ। রাত গভীর ও নীরব হলে বারান্দা বা বেলকানি থেকে সৌরভ পুষ্পপ্রেমীদের দারুণভাবে মাতিয়ে তোলে। ঝুলে থাকা সৌন্দর্যের বাহার প্রস্ফুটিত বর্ণিল ফুলগুলো থেকে মিষ্টি গন্ধ বের হয়। অজস্র ফুটন্ত ফুলের সৌন্দর্য তখন খুবই নজরকাড়া ও মনোরম।

সাধারণত বাড়ির গেটে ছাদে বেলকনিতে ফুটে থাকে প্রকৃতিকন্যা মধুমালতী। শুক্রবার সকালে দামুড়হুদার সড়কের পাশ থেকে ছবিটি তোলা হয়েছে।


আরো সংবাদ



premium cement