চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ মে ২০২৩, ১৫:৫৫, আপডেট: ২৬ মে ২০২৩, ১৬:১৩
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় তহুরা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তহুরা খাতুন উপজেলার বেলগাছি গ্রামের মালিথাপাড়ার মরহুম আব্দুস সাত্তারের স্ত্রী।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে তিনি বাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে তাকে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া হাসপাতালে নেয় স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
তিনি আরো জানান, তার লাশ নিজ বাড়িতে রাখা আছে। আইনগত প্রক্রিয়া মেনে লাশ দাফনের অনুমতি দেয়া হবে বলেও জানান তিনি।
সূত্র : ইউএনবি