২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দর্শনা রেলপথে এলো ভারতীয় ২০টি রেল ইঞ্জিন

দর্শনা রেলপথে এলো ভারতীয় ২০টি রেল ইঞ্জিন - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে ভারত সরকারের অনুদানের ২০টি ডিজেল চালিত রেল ইঞ্জিন বাংলাদেশে প্রবেশ করেছে।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে ইঞ্জিনগুলো দর্শনা আন্তর্জাতি রেল স্টেশনে পৌঁছায়। এর আগে সীমান্তবর্তী ভারতের গেদে ও বাংলাদেশের দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে ভার্চুয়ালি মিটিংয়ের মাধ্যমে প্রবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

রেলপথ মন্ত্রনালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা শরিফুল আলম সাংবাদিকদের জানান, বিকেল সারে ৪টার দিকে ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ রেল মন্ত্রি মো: নুরুল ইসলাম সুজন ঢাকা রেল ভবন থেকে এবং ভারতের নিউ দিল্লি রেল ভবন থেকে ভারতিয় রেল মন্ত্রী অশ্বিনি বৈষ্ণনব মতবিনিময় শেষে ভারতের গেদে থেকে ব্রডগেজ ২০টি ডিজেল চালিত লোকো মেটিভ রেল ইঞ্জিন দর্শনা আন্তর্জাতি রেল স্টেশনে পৌছায়। এ সময় দর্শনা ,পাকশি ,ইশ্বরদি,ও রাজশাহী রেলওয়ে কর্মচারী কর্মকর্তারা ভারতীয় ইঞ্জিনে আসা অতিথিদের দর্শনা স্টেশনে ফুল ছিটিয়ে সংবর্ধনা জানায়।

পরে দর্শনা স্টেশন হলরুমে ভারতের নিউদিল্লি রেলভবনের ট্রাফিক ইন্সপেক্টর শ্রী অশোক কুমার এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে ইশ্বরদী লোকোমেটিভ ইন্সপেক্টর সারেক জামানের কাছে ভারতীয় ব্রডগেজ ২০টি ডিজেল চালিত লোকোমেটিভ রেল ইঞ্জিন ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।

এ সময় বাংলাদেশ রেলওয়ের পশিচমমাঞ্চলীয় জি এম অশিম কুমার তালুকদার রেলওয়ে কর্মকর্তা আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক চুয়াডাঙ্গা নাজমুল হামিদ রেজা, সহকারী পুলিশ সুপার আবু তারেক, জেলা পরিষদ চেয়ারম্যন মাহফুজুর রহমান মন্জু, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনসুর বাবু , দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাব, দর্শনা থানা অফিসার্স ইন্চার্জ ফেরদৌস অয়াহেদসহ দর্শনা, পাকশি , ইশ্বরদি ও রাজশাহী রেলওয়ে কর্মচারী কর্মকর্তারা উপস্তিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালে ভারত সরকার গেদে-দর্শনা রেলপথে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ ইঞ্জিন বাংলাদেশ সরকারকে দিয়েছিল যা রেলের পশ্চিমাঞ্চল রুটে চলাচল করছে।


আরো সংবাদ



premium cement