০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৩ জিলকদ ১৪৪৪
`

বাগেরহাটে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা কিশোরী আটক

বাগেরহাটে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা কিশোরী আটক। - প্রতীকী ছবি

বাগেরহাটে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আমিনা আক্তার জিগার (১৫) নামে এক রোহিঙ্গা কিশোরীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে পুলিশে দেয় পাসপোর্ট অফিস।

আটক আমিনা আক্তার জিগার কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাদিমুরা ক্যাম্পে অবস্থান করা খোকন রাহামাতুল্লাহর মেয়ে।

জানা গেছে, আমিনা আক্তার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো: খোকন ও সাদিয়া বেগমের মেয়ে পরিচয়ে জন্মনিবন্ধন করে পাসপোর্টের আবেদন করেছিলেন। তার কাছে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেয়া জন্মনিবন্ধন সনদ রয়েছে। এছাড়া তার সাথে পাসপোর্ট অফিসে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদার মো: মিজান এসেছিলেন।

এ চক্রের সাথে মিজান, ইউডিসি উদ্যোক্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিব জড়িত রয়েছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

চৌকিদার মো: মিজান বলেন, ‘পাসপোর্ট অফিসে ওই কিশোরীর সাথে আমি গিয়েছিলাম। কিন্তু সে যে রোহিঙ্গা এ বিষয়টি আমি জানতাম না।’

ইউনিয়ন পরিষদের সচিব মো: ইদ্রিস বলেন, ‘উদ্যোক্তারা জন্মনিবন্ধন করেন। এ বিষয়ে আমি কিছু জানি না।’

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এ কে এম আবু সাইদ বলেন, ‘সকালে পাসপোর্ট করতে আসে ওই কিশোরী। তার আচরণ সন্দেহজনক হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হয়। একপর্যায়ে বোঝা যায়, সে বাংলাদেশের নাগরিক নয়। পরে যাচাই-বাছাই করে তার পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে দেয়া হয়।’

রোহিঙ্গা কিশোরীর পাসপোর্ট করার ক্ষেত্রে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘পাসপোর্ট অফিস থেকে আটক করে এক কিশোরীকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এর আগে ২০১৮ সালের ১৫ মার্চ চারজন, ২০২০ সালের ১২ মার্চ ১২ জন এবং ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ১৫ জন রোহিঙ্গাকে বাগেরহাট থেকে আটক করা হয়েছিল। পরে তাদের কক্সবাজারের ক্যাম্পে ফেরত পাঠানো হয়।


আরো সংবাদ


premium cement
জেব্রা ক্রসিং ও ট্রাফিক আইন সম্পর্কে রাজধানীর অনেকেই সচেতন নন এরদোগানের শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতির যোগদান শিক্ষা উপকরণের দাম বাড়ায় শিক্ষার্থী ঝরে পড়ার শঙ্কা ইটালিতে ডুবে যাওয়া নৌকায় কেন এত গুপ্তচর ছিল মিয়ানমারে মোখায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ ভারতে ট্রেন দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিখোঁজ, আহত ২ রশিদ খানকে টেস্টে ভয় পান না আকরাম, আফগানিস্তানকে করছেন সমীহ কৃষি মন্ত্রণালয় অনুমোদন দিলেই পেয়াজ আমদানী : বাণিজ্যমন্ত্রী বসিক নির্বাচন : প্রার্থীদের বিরামহীন প্রচারণা বাজেটে ঋণের ওপর অতি নির্ভরতায় যেসব সঙ্কট হতে পারে আটলান্টিক পেরিয়ে আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না : প্রধানমন্ত্রী

সকল