জীবননগরে পাওয়ারটিলারের ধাক্কায় ৩ বছরের শিশু নিহত
- জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
- ২৬ মার্চ ২০২৩, ১৬:১৯

চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ারটিলারের ধাক্কায় তিন বছরের শিশু আলামিন হোসন নিহত হয়েছে।
রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উথলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলামিন হোসেন উথলী ফার্মগেটপাড়ার প্রান্তিক কৃষক ডালিম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জীবননগরের ডালিম হোসেনের শিশু ছেলে আলামিন রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি পাশে রাস্তা
পার হচ্ছিল। এ সময় একটি পাওয়ারটিলারের ধাক্কায় গুরুতর আহত হয় আলামিন।
স্থানীয়রা শিশু আলামিনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে। পরে যশোরে নেয়ার পথে মহেশপুরের রাস্তায় শিশুটির মৃত্যু হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ঘটনার ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা