২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বেতাগীতে যুবলীগ নেতার পা বিচ্ছিন্ন করলেন ছাত্রলীগ নেতা

বেতাগীতে যুবলীগ নেতার পা বিচ্ছিন্ন করলেন ছাত্রলীগ নেতা - ছবি : নয়া দিগন্ত

বরগুনার বেতাগীতে জেলা ছাত্রলীগ নেতা মো: রফিকুল ইসলামের বিরুদ্ধে যুবলীগ নেতাকে কুপিয়ে দু'পা কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে ।

শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে ইউনিয়নের বাকাপুল নামক স্থানে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত যুবলীগ নেতা বেতাগী উপজেলা যুগলীগের সাংগঠনিক সম্পাদক মো: টুটুল খান। টুটুল বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত যুবলীগ নেতা টুটুল খানের ভাই জসিম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, টুটুল খান তার শ্বশুরবাড়ি এলাকায় জরুরি কাজে যান। এ সময় পূর্ব শত্রুতার জেরে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে সম্প্রতি সময়ে বহিস্কার হওয়া ছাত্রলীগ নেতা মো: রফিক ও তার সমর্থকরা অতর্কিত হামলা করে। তারা ধারারো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে টুটুলের দু'পা বিচ্ছিন্ন করে।

তিনি আরো বলেন, হামলার ঘটনার সময় টুটুল একাই ছিল আর রফিকের সাথে ছিল আট থেকে ১০ জনের একদল দুর্বৃত্তররা। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে টুটুল ঘটনার বিবৃতি দিতে গিয়ে অজ্ঞান হয়ে পরে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নিয়ে এলাম। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। চিকিৎসক জানিয়েছেন প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

এদিকে অভিযুক্ত বহিষ্কৃত ওই ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম  জানান, কে বা কারা এ হামলা করেছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। বেশ কিছুদিন ধরে তিনি পারিবারিক কাজে এলাকার বাইরে আছেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় জড়িত থাকা সকলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। থানায় এখনো লেখিত অভিযোগ কেউ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
সিরাতুন্নবী সা: উপলক্ষে যুব উন্নয়ন সংসদের বর্ণাঢ্য র‌্যালি বক্তব্য দিতে উঠে জ্ঞান হারালেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২১.১৫ বিলিয়ন ডলার নোয়াখালীতে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ১ আ’লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে : প্রধানমন্ত্রী তামিম ইস্যুতে মুখ খুললেন আশরাফুল ফরিদপুর বিভাগীয় রোডমার্চ : গোয়ালন্দ মোড়ে বিএনপির প্রস্তুতি সভা বায়ু দূষণ গুরুতর স্বাস্থ্য উদ্বেগের কারণ : সিপিডি মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন : এক প্রার্থী চীনপন্থী, অন্য প্রার্থী ভারতপন্থী বিশ্বকাপ অক্ষুণ্ন রেখে অভিজাত গ্রুপে যোগ দিতে চায় ইংল্যান্ড সিরাতুন্নবী সা: উপলক্ষে শিবিরের আলোচনা সভা

সকল