ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় পিকআপচালক নিহত
- ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
- ২৪ মার্চ ২০২৩, ১৭:৫৩

বাগেরহাট ফকিরহাটে খুলনা-ঢাকা মহাসড়কের দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে পিকআপচালক মো: সুমন (৪০) নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে বাগেরহাটের টাউন-নওয়াপাড়া-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মুন্সীগঞ্জের চাকিদা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকচালক ফকিরহাটের টাউন-নওয়াপাড়া এলাকায় মহাসড়কের পাশে ট্রাক রেখে একটি মসজিদে জুমার নামাজ পড়তে যান। এ সময় মোল্লাহাটগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে সামন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক সুমনের মৃত্যু হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও মোল্লারহাট থানা পুলিশের কর্মকর্তারা এসে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষিয়টি নিশ্চিত করেন। তিনি বলেন আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা