২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

খুলনায় ৮২ কেজি হরিণের গোশত উদ্ধার করল কোস্টগার্ড

খুলনায় ৮২ কেজি হরিণের গোশত উদ্ধার করল কোস্টগার্ড। -

খুলনার কয়রায় ৮২ কেজি হরিণের গোশত উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আংটিহারা বেড়িবাঁধের ওপর থেকে গোশত উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, সুন্দরবন-সংলগ্ন শাকবাড়িয়া নদীতে নিয়মিত টহল দিচ্ছিল কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে আংটিহারা বাঁধে অভিযান চালায় তারা। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের গোশত ফেলে ‘পাচারকারীরা’ পালিয়ে যায়। পরে সেখান থেকে চারটি বস্তায় হরিণের ৮২ কেজি গোশত ও ২০টি পা উদ্ধার করা হয়। বিষয়টি বনবিভাগকে জানানো হইয়েছে।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, কোস্টগার্ড অভিযানে চালিয়ে হরিণের গোশত উদ্ধার করে খাশিটানা ক্যাম্পে হস্তান্তর করেছে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement