২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

খুলনা ওয়াসা এমডির দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট

খুলনা ওয়াসা এমডির দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট - ছবি : সংগৃহীত

খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: আবদুল্লাহর বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইমাদুল হক বসির রিটটি দায়ের করেন।

রিটে খুলনা ওয়াসার এমডির বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অনুসন্ধান করতে দুদকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। একইসাথে, তার নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, উপ-সচিব স্থানীয় সরকার (পানি সরবরাহ), পিএসসির চেয়ারম্যান, খুলনা ওয়াসা কর্তৃপক্ষ, খুলনা ওয়াসার চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন ও খুলনা ওয়াসার এমডিকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, খুলনা ওয়াসার এমডির অনিয়ম-দুর্নীতি নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ হচ্ছে। তার বিরুদ্ধে বিস্তর অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। তারপরও তিনি বহাল তবিয়তে রয়েছে। নিজের পদে থাকতে তিনি প্রবিধান সংশোধন করে নিচ্ছেন। তারপরও তার বিষয়ে কোনো তদন্ত হচ্ছে না।

রিট আবেদনটির ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement