১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

সাতক্ষীরায় ইঞ্জিন ভ্যানের চাপায় সাইকেলচালক নিহত

- ছবি : বাসস

সাতক্ষীরায় ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে সাইকেলচালক এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম মো: পারভেজ (১৫)।

সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় সম্রাট প্লাজা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

পারভেজ সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পরানদহা গ্রামের মো: আমিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পারভেজ সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় এলাকা থেকে সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। পথে রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় পৌঁছলে দ্রুত গতির একটি ইঞ্জিন ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন পুলিশ পাঠানো হয়েছে। সাইকেলচালক কিশোরকে চাপা দিয়ে ইঞ্জিন ভ্যানটি পালিয়ে গেছে।


আরো সংবাদ



premium cement

সকল