২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে ৫৮০ গ্রাম স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। ভারতে পাচারের উদ্দেশে স্বর্ণের বারগুলো সীমান্ত এলাকার নতুনপাড়া গ্রামে নেয়া হচ্ছিল।

সোমবার রাতে জীবননগর পৌর এলাকার ইসলামপুর থেকে বারসহ পাচারকারীদের আটক করা হয়।

আটকরা হলেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জিয়া উদ্দিন ও একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে কামাল।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, দুই পাচারকারী জীবননগর থেকে স্বর্ণের বার ভারতে পাচার করবে এমন সংবাদ পায় পুলিশ ইসলামপুর এলাকায় অবস্থান নেয়। জীবননগর থেকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সীমান্ত এলাকার নতুনপাড়া গ্রামে যাচ্ছিল। সন্দেহভাজন মনে হওয়ায় পুলিশ তাদের তল্লাশি করে। তাদের তল্লাশি করে ৫৮০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ সময় তাদের দু’জনকে আটক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, আটক দু’জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জীবননগর থানায় মামলা করবে। স্বর্ণের বারগুলো মঙ্গলবার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।


আরো সংবাদ



premium cement
ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সকল