৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯, ৭ রমজান ১৪৪৪
`

গাংনীতে প্রেমঘটিত সংঘর্ষ আহত ২

গাংনীতে প্রেমঘটিত সংঘর্ষ আহত ২। - ছবি : নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুরে প্রেমঘটিত সংঘর্ষে দু’জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে।

শনিবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন চাদঁপুর গ্রামের লালুমিয়ার ছেলে প্রেমিক জয় মামুন (৩২) ও মামুনের মা মমতাজ বেগম।

জানা গেছে, মামুনের একই এলাকার বাবুল হোসেনের মেয়ে বেবী খাতুনের (১৫) দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক না মানতে পেরে কয়েক দিন আগে পারিবারিকভাবে বেবী খাতুনের অন্যত্র বিয়ে দিয়ে দেয়। শনিবার বেবী খাতুন তার স্বামীকে সাথে করে বাবার বাড়িতে আসেন।

আহতদের সূত্রে জানা গেছে, মেয়ে মামুনের বাড়িতে আসে দেখা করার জন্য। টের পেয়ে বেবীর চাচা গাড্ডু মিস্ত্রি, রবিউল, চাচাত ভাই সুজন, রতনসহ কয়েকজন মামুনকে চাইনিজ কুড়াল দিয়ে আক্রমণ করে। এ সময় মামুনের মা মমতাজ বেগমও আঘাতপ্রাপ্ত হন। মামুনের মাথায় সাতটি সেলাই ও তার মা মমতাজ বেগমের হাতে চারটি সেলাই দেয়া হয়েছে।

অপরদিকে মেয়ে পক্ষের দাবি, তাদের মেয়ে স্বামীর সাথে চাদঁপুরে বাবার বাড়িতে আসার সময় গ্রামের বাজারেই জোর পূর্বক জয় মামুন বেবী খাতুনকে তাদের বাড়িতে নেয়ার চেষ্টা করে। এ সময় দু’পক্ষের তর্কাতর্কি হয়। তখন তারা আহত হয়ে থাকতে পারে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ


premium cement
ঐতিহাসিক সত্যের সন্ধানে ‘মিয়ানমারে গনতন্ত্র পুনরুদ্ধার ও রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করছে যুক্তরাষ্ট্র’ নীতিবিহীন ভোটের রাজনীতি সুলতানার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে : আইনমন্ত্রী সাংবাদিক শামসের বিরুদ্ধে আরো মামলা হচ্ছে বলে শুনেছি : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে ছাত্রলীগ নেতাকে নির্যাতন : আ'লীগ নেতার বিচার দাবি কলারোয়ায় বাসে চাকায় পিষ্ট হয়ে সাইকেলচালক নিহত আইনের শাসন ফিরিয়ে আনার জন্য আমাদের এই আন্দোলন : মির্জা ফখরুল পরকীয়ার জেরে সিএনজিচালককে পিটিয়ে হত্যা পলাশে কাভার্ডভ্যানের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৪ শ্রীপুরে ট্রাকের চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

সকল