২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইবির সাদ্দাম হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত

সভাপতি দিদারুল ইসলাম ও সম্পাদক নাহিদুর রহমান। - ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলামকে সভাপতি ও ল'অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আসাদুজ্জামান ও সংগঠনটির সাবেক সভাপতি আল আমিন মিলন এ কমিটির অনুমোদন দেন।

১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্য হলেন সহ-সভাপতি আবু সোহান, তাজমুল হক জায়িম, আব্দুল্লাহ আল ফাহমি, তপন চন্দ্র বর্মণ, প্রতাপ পাল ও মাসুদ রানা। যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আল ইমরান, দফতর সম্পাদক মুনতাকিমুর রহমান, প্রচার সম্পাদক
মোর্শেদ মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোতালেব বিশ্বাস, অর্থ সম্পাদক রাসেল মহাজন, বিতৰ্ক গবেষণা সম্পাদক আব্দুল বারি শরীফ ও আইন সম্পাদক আবদুল্লাহ আল কাফি।

নবনিযুক্ত সভাপতি দিদারুল ইসলাম বলেন, ‘বিতর্ক মানুষের মনের দুয়ার খুলে দেয়। এমন বুদ্ধিবৃত্তিক সংগঠনে আমাকে সভাপতি হিসেবে মনোনীত করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটিকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য সকালের সহোযোগিতা একান্ত কাম্য। ’


আরো সংবাদ



premium cement