২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সোনাডাঙ্গা থানা বিএনপির ৩ নেতার জামিন

সোনাডাঙ্গা থানা বিএনপির ৩ নেতার জামিন। -

খুলনার সোনাডাঙ্গা থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন সোনাডাঙ্গা থানা বিএনপি তিন নেতা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি মো: রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েসের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পিত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সোনাডাঙ্গা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ ও ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সহ-সভাপতি শেখ হেদায়েত হোসেন হেদু।

জামিন শুনানিতে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এবং তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আনিসুর রহমান খান ও মো: রোকনুজ্জামান।

আইনজীবীরা জানান, ২০২২ সালের ৪ ডিসেম্বর সোনাডাঙ্গা মডেল থানায় পুলিশ স্পেশাল পাওয়ার অ্যাক্টে গায়েবি মামলা করে।

আসাদুজ্জামান মুরাদসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে তাদের হয়রানি ও নির্যাতনের নিন্দা জানিয়েছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ খুলনা বিএনপির সাবেক নেতারা।


আরো সংবাদ



premium cement