২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদ জাতীয় ইমাম সমিতির

গাংনী বাজার এলাকায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির গাংনী শাখার মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদ ও দেশের ত্রুটিপূর্ণ পাঠ্যক্রম সংস্কারের দাবিতে মেহেরপুরের গাংনী উপজেলায় মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির গাংনী শাখা।

শুক্রবার (২৭ জানুয়ারি) জুমার নামাজ শেষে উপজেলার গাংনী বাজার এলাকায় সংগঠনটি এ কর্মসূচি পালন করে।

এ সময় তারা জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সুইডেন সরকারের প্রতি আহ্বান জানান। একইসাথে দোষীদের শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত সবাইকে সুইডিশ পণ্য বর্জনের প্রতি উৎসাহিত করেন।

পাঠ্যক্রমের প্রসঙ্গ টেনে সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ঈমান ও আকিদার প্রতি শ্রদ্ধা রেখে স্কুল-কলেজে সুন্দর পাঠ্যক্রম তৈরি করতে হবে।’ এ সময় ইতিহাস বিকৃতি ও ইসলামকে অবজ্ঞা করে পাঠ্যপুস্তক রচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গাংনী বাজার জামে মসজিদের ইমাম রুহুল আমিন, উপজেলা জামে মসজিদের ইমাম ইলিয়াস হোসেন, সাইফুল্লাহ ও গাংনী বাজার কমিটির সভাপতি শাওন আহমেদ প্রমুখ।

সভাপতিত্ব করেন বাংলাদেশের জাতীয় ইমাম সমিতির গাংনী শাখা সভাপতি আলফাজ উদ্দিন। সঞ্চালনা করেন গাংনী বাগানপাড়া জামে মসজিদের ইমাম ওয়াজ কুরুনী জামিল।


আরো সংবাদ



premium cement