মণিরামপুর বিএনপির ৪ নেতাকর্মী আটক
- আব্দুল মতিন, মণিরামপুর (যশোর)
- ০৬ ডিসেম্বর ২০২২, ১৮:৫১

মণিরামপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাসসহ দলের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃ হচ্ছেন, রোহিতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমান, ছাত্রদল সভাপতি আল মামুন পিন্টু ও যুবদল কর্মী হারুন-অর-রশীদ।
থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু বলেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাসকে দুপুরে জনসম্মুখে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আটক করে নিয়ে যায় পুলিশ। এছাড়া অন্য তিনজনকেও আটক করা হয়েছে তাদের বাড়ি থেকে। ঢাকার সমাবেশকে কেন্দ্র করে পুলিশ গ্রেফতার অভিযান চালাচ্ছে বাড়ি বাড়ি। এ কারণে রাতে বিএনপির নেতা-কর্মীদের কেউ ঘরে থাকতে পারছেন না।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অহেতুক কাউকে আটক করা হচ্ছে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা