২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

খুলনায় পুলিশের বিশেষ অভিযান : গ্রেফতার ২৬

-

খুলনায় শনিবার বিকেল থেকে রোববার সকাল পর্যন্ত বিএনপির ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাফিকুল আলম মনা কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে গ্রেফতারির তথ্য নিশ্চিত করেন।

মহানগরীর বিভিন্ন থানায় পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছেন ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো: ইমদাদুল হক, কামাল হোসেন, ইয়াসিন, আসলাম শেখ, ছাত্রদল নেতা রাসিকুল আনাম রাসু, মেহেদী হাসান বাপ্পী, আরিফিন শরীফ, শাহীন পাটোয়ারী, আল মামুন, আরিফুর রহমান আরিফ, মো: আসাদ, তরিকুল ইসলাম (শামীম), মো: সেলিম, জাহাঙ্গীর হোসেন, মনিরুল ইসলাম, শাহজাহান বাদশা, মিরাজ, ছাত্রনেতা শামীম, ইব্রাহিম হোসেন, মো: মাসুদ, মো: মিঠু এবং ইউসুফ।

এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক বলেন, পুলিশ ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ বানচাল করতে বিশেষ অভিযানে নেমেছে। তারা আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি, গণহারে গ্রেফতার, পরিবারের সদস্যদের সাথে চরম দুর্ব্যবহার ও ঢাকায় বিএনপির গণসমাবেশে অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিচ্ছে ।

এ সময় তিনি কারো আজ্ঞাবহ না হয়ে দেশ ও দেশের জনগণের স্বার্থে কাজ করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, এহতেশামুল হক শাওন।


আরো সংবাদ



premium cement