দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
- দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
- ২৯ নভেম্বর ২০২২, ১৮:৫৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় বজলু রহমান (৪২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী হিরা খাতুন (২৮)।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ডুগডুগি গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রর সামনে চুয়াডাঙ্গা-যশোর ভায়া জীবননগর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইট বহনকারী পাওয়রট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার সূত্রপাত।
নিহত বজলু রহমান সদর উপজেলার বড় শলুয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানায়, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত গৃহবধু ও লাশ উদ্ধার করে। অতপর উদ্ধার গৃহবধূকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ও ঘাতক পাওয়ারট্রলি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। নিহত বজলু রহমানের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মামলা করবে না মর্মে লিখিত দেয়ায় লাশের ময়নাতদন্ত না করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা