১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইবিতে র‍্যাগ ডে উদযাপন

হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইবিতে র‍্যাগ ডে উদযাপন - ছবি : নয়া দিগন্ত

হাইকোর্টের নির্দেশনা অমান্য করে র‍্যাগ ডে পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা সাউন্ড বক্সে গান বাঁজিয়ে ক্যাম্পাসজুড়ে র‍্যালি করেন। এছাড়া শিক্ষার্থীদের টি-শার্টে আপত্তিকর বাক্যও লিখতে দেখা গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল ‘র‌্যাগ ডে’ উদযাপনের নামে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ডিজে পার্টি, বুলিং, নগ্নতা, অশ্লীলতা, উন্মত্ত, কুরুচিপূর্ণ ও আপত্তিকর কর্মকাণ্ড বন্ধে ৩০ দিনের মধ্যে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলোতে র‍্যাগ ডে উদযাপন বন্ধের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে এ নির্দেশনা অমান্য করেই 'র‍্যাগ ডে' উদযাপন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চলমান ক্লাসে বিঘ্নতা ঘটেছে বলে অভিযোগ শিক্ষক-শিক্ষার্থীদের।

এ বিষয়ে কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা জানান, ক্লাসের সময় একাডেমিক ভবনের পাশে উচ্চ শব্দে গান বাজিয়ে র‍্যাগ ডে উদযাপন করা হয়। এতে ক্লাস পরীক্ষায় ব্যাঘাত ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ বজায় রাখা জরুরি। আরেকজনের ক্লাসে বা কাজে ব্যাঘাত ঘটিয়ে আনন্দ করা হীন মানসিকতার পরিচায়ক।

বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে ইবির প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, যেসব বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে, তা থেকে বিরত থাকার জন্য আমরা বিভাগগুলোকে জানিয়েছি। তারা গ্রাজুয়েশন সম্পন্নের পর বন্ধুরা মিলে প্রীতিভোজের মতো কোনো আয়োজন করে থাকবে হয়তো।


আরো সংবাদ



premium cement