২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চৌগাছায় শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম নাগালের বাইরে

পাইকারি বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি - ছবি : নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম ক্রেতাসাধারণের নাগালের বাইরে। হিমেল হাওয়ায় শীতের আগমনী বার্তা দিলেও দিচ্ছে। এরই মধ্যে উপজেলার বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। প্রতিটি আড়তে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম রয়েছে নাগালের বাইরে।

ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়ার জন্য এ বছর উপযুক্ত সময়ে শীতের সবজি চাষ শুরু না হওয়ায় প্রায় এক মাস পরে শীতের সবজি আসতে শুরু করেছে। এ কারণেই দাম তুলনামূলক বেশি।

ক্রেতাদের অভিযোগ, বাজারের অন্যসব পণ্যের সাথে তাল মিলিয়েই মৌসুমী সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে।

দেশের সবজি ভাণ্ডার খ্যাত যশোরে জেলার অন্যতম উপজেলা চৌগাছা। দেশের মোট চাহিদার প্রায় ২৫ শতাংশ সবজিই এ উপজেলা থেকে সরবরাহ হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে নানা জাতের সবজি প্রায় বছর জুড়েই চাষ হয়। তবে শীত মৌসুমকে ঘিরে এ উপজেলার চাষিরা প্রচুর পরিমাণ শীতের সবজি চাষ করলেও এবছর প্রকৃতির বৈরী আবহাওয়ার কারণে তারা অনেক পিছিয়ে পড়েছেন।

অন্য বছরে এই সময়ে বাজারগুলো আগাম জাতের শীতকালীন সবজিতে ভরপুর থাকলেও দীর্ঘ অনাবৃষ্টি ও খরার কারণে উৎপাদন সময় প্রায় একমাস পিছিয়ে মাত্র বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। তবে বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও দামে অসন্তুষ্ট ক্রেতাসাধারণ।

শুক্রবার উপজেলার সাপ্তাহিক হাটবারে সকালে চৌগাছা বড় কাঁচা বাজার সবজির আড়তে দেখা যায়, পাইকারি ও খুচরা বাজারে প্রচুর শীতের সবজি উঠেছে। মুলা, মেটেআলু, বেগুন, ফুলকপি, বরবটি, শিম, লাউ, মিষ্টি কুমড়া, টমেটো,বাঁধাকপিসহ আরো অনেক শীতের সবজি আড়ৎ ও দোকানগুলোতে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। তবে দামে এখনো আসেনি সাধারণ ত্রেতাদের নাগালে।

চৌগাছা বাজারে সবজি কিনতে আসা আশাদুল ইসলাম বলেন, অন্য বছরের এই সময়ে বাজারে শীতের সবজির দাম অনেক কম থাকে। মৌসুমী সবজির কোনোটিই ৫০ থেকে ৬০ টাকার নিচে নেই। এক কেজি টমেটা ১০০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, পেঁয়াজের কালি প্রতি কেজি ১৬০ টাকা, মেটে আলু ৬০ টাকা কেজি, বাঁধাকপি, ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ টাকা। সবজি কিনতে গেলে অন্য কোনো বাজার করা সম্ভব হবে না।

স্কুলশিক্ষক মিলন হোসেন বলেন, নিত্যপণ্যের সাথে প্রায় সারাবছরই সবজির দাম থাকে চড়া। শীতের সবজি বাজারে উঠলেও তা এখনো দাম কমেনি।

তিনি বলেন, সবজির যে দাম তাতে অন্য বাজারে কুলিয়ে উঠা সম্ভব হবে না। পাইকারি বাজারে সবজির দাম কিছুটা কম হলেও বড়-বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করেই এভাবে সবজির দাম ঊর্ধ্বমুখি রেখেছে।

খুচরা ব্যবসায়ী আলমগীর হোসের বলেন, অন্য বছরে এই সময়টা বাজারে শীতের সবজিতে ভরে যায়। এ বছর তুলনামূলক সরবরাহ কম। বৈরী আবহাওয়ার কারণে সবজির উৎপাদন কম হয়েছে। কিছু দিনের মধ্যে বাজার স্বাভাবিক পর্যায়ে আসবে। সবজি চাষের মূল সময়ে এ বছর বৃষ্টির পানি হয়নি। এ কারণে সবজির উৎপাদন কম। তাই কয়েক মাস আগে থেকেই সবজির দাম চড়া।

তিনি বলেন, খুচরা বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। আর ১০ থেকে ১৫ দিনের মধ্যে পুরোদমে শীতের সবজি বাজারে উঠবে। তখন সবজির দাম নিয়ন্ত্রণে আসবে।

চৌগাছা কাঁচা বাজারের আড়ৎ মালিক আজিজুর রহমান দুদু বলেন, এ বছর সবজি উৎপাদন কম হয়েছে। যে কারণে মোকামে সরবরাহ কম। ফলে বাড়তি দামে কিনতে হচ্ছে সবজি। এজন্য আড়তদাররাও বাধ্য হয়ে বেশি দামে সবজি বিক্রি করছি।

তিনি বলেন, সবজির দাম হয়তো এবছর তেমন একটা কম হবে না। এর বড় কারণ হলো সবজি উৎপাদনের খরচের সাথে পরিবহন, শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় সবজির বাজারেও এর প্রভাব পড়েছে।


আরো সংবাদ



premium cement
পিরোজপুরে বাসের ধাক্কায় নদীতে ৪ মোটরসাইকেল ফরিদপুরে নিহতদের বাড়ি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী টিকটকে ভিডিও দেখে পুরস্কার, প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল