২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

যশোরে স্ত্রী হত্যাকারী মেম্বার আটক

যশোরে স্ত্রী হত্যাকারী মেম্বার আটক - ছবি : প্রতীকী

যশোরের মণিরামপুর উপজেলার জয়নগর গ্রামের গৃহবধূ হীরা বেগমের হত্যাকারী স্বামী ইসলাম মেম্বারকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (০৬ অক্টোরব) সকালে যশোর শহরের বেজপাড়া থেকে তাকে আটক করে র‌্যাব সদস্যরা।

হীরা বেগম নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের আকতার মোল্লার মেয়ে।

আটক ইসলাম উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার। ইসলাম নিহত হীরা বেগমের তৃতীয় স্বামী ছিলেন।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান বলেন, ইসলাম গাজী হীরা বেগমের তৃতীয় স্বামী। বেশকিছু দিন ধরে তাদের মধ্যে পারিবারিক গোলযোগ চলছিল। এ নিয়ে এলাকায় সালিশ হয়। সালিশে উপস্থিত মাতব্বাররা ইসলামকে মারপিট করে। এবং স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়। এতে ক্ষিপ্ত হন ইসলাম মেম্বার। কিছুদিন পর হীরা বেগম ইসলাম মেম্বারকে বিয়ে করার জন্য ফের মণিরামপুরের পারখাজুরা গ্রামে তার বাড়িতে আসেন। ৫ অক্টোবর সন্ধ্যার দিকে হীরা বেগমকে মোটরসাইকেলে করে নিয়ে তার বাবার বাড়ি নড়াইলের উদ্দেশে যাচ্ছিলেন। যাওয়ার একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হলে হীরা বেগম জয়নগর গ্রামের একটি ইটভাটার পাশে মোটরসাইকেল থেকে নেমে যান। তখন ইসলাম মেম্বার তার কাছে থাকা ছুরি দিয়ে হীরার বেগমকে একের পর এক আঘাত করে হত্যা করেন।

পুলিশ হীরা বেগমের লাশ উদ্ধারের পর ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এরপর মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে বৃহস্পতিবার সকালে ইসলাম মেম্বারকে আটক করে র‌্যাব।


আরো সংবাদ



premium cement