২৮ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

খুলনায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

খুলনায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা - ছবি : প্রতীকী

খুলনা মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুরে মহানগরীর টুটপাড়া তালতলা ক্রসরোডের বালির মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম পলাশ। তিনি লবণচরার দ্বিতীয় গলির ভূতের আড্ডা এলাকার শিপনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নগরীর টুটপাড়া এলাকার প্রতিপক্ষ নূর আজিম ও বিসমিল্লাহ গ্রুপের সাথে পলাশের বেশ কিছুদিন ধরে বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পলাশ ও সৌরভ টুটপাড়া তালতলা ক্রসরোডের কাছে এলে প্রতিপক্ষ নূর আজিম ও বিসমিল্লাহ গ্রুপের নেতারা তাদের ধাওয়া করে। এ সময় পলাশ ও সৌরভ বালির মাঠের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাদের নাগালে পেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এরপর তারা পালিয়ে যায়। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পলাশ দুপুর পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত সৌরভের অবস্থাও আশঙ্কাজনক।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘সন্ত্রাসী নূর আজিম ও বিসমিল্লাহ গ্রুপের নেতারা পলাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা তাদের গ্রেফতারের চেষ্টা করছি। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’


আরো সংবাদ



premium cement
গাজায় বন্দীদের সাথে দেখা করেছিলেন হামাসের সামরিক প্রধান সিনওয়ারের ভাই বিএনপি নির্বাচনে এলে তফসিল পুনর্বিবেচনার সুযোগ রয়েছে : ইসি গাজার শরণার্থী আশ্রয়কেন্দ্রগুলোতে ছড়িয়ে পড়ছে রোগব্যাধি সাংবাদিক দেলোয়ার হোসাইন গুরুতর অসুস্থ, সাহায্যের আবেদন দ. আফ্রিকায় প্লাটিনাম খনিতে দুর্ঘটনায় নিহত ১১ জলবায়ু পরিবর্তনে বিশ্বের জিডিপি হ্রাস পেয়েছে : রিপোর্ট জনগণকে রাজপথে নামার আহ্বান সেলিমা’র ইসরাইল ও হামাসের মধ্যে কাতার কিভাবে মধ্যস্থতাকারী হয়ে উঠল পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত : কঠোর ভ্রমণ বিধিনিষেধে স্থবির স্থানীয় অর্থনীতি প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিতে পুলিশের বাধা জোড়া উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

সকল