২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শার্শা সীমান্তে ২ কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক

শার্শা সীমান্তে ২ কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক - ছবি : নয়া দিগন্ত

যশোরের শার্শা সীমান্তে এক কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আটক স্বর্ণের দাম প্রায় দুই কোটি টাকা বলে জানা গেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক মোনতাজ বেনাপোল পোর্ট থানার অন্তর্গত পুটখালী গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।

২১-বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, আজ সকালে শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে বলে জানতে পারে বিজিবি। এ তথ্যের ভিত্তিতে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন ওই এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে একজন সোনা পাচারকারীকে আটক করেন।

পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। ওই স্বর্ণের ওজন ১ কেজি ৯৮৫ গ্রাম যার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

সোনাসহ আটক মোনতাজকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement