চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত
- চুয়াডাঙ্গা সংবাদদাতা
- ১৭ আগস্ট ২০২২, ১৮:৩৭

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় হাসানাত কবির দীপু (৩৫) নামের এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন।
বুধবার দুপুর ১টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ ছয়মাইল বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দীপু ঝিনাইদহ সদর উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিঙেরপাড়ার (কুঠিরপাড়া) আবু নাছের বিশ্বাসের ছেলে। চলতি মাসের ২৭ তারিখে আবার কুয়েত যাওয়ার কথা ছিল তার।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি পরিবহনের সাথে উপজেলায় ছয়মাইল এলাকায় দীপুর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কাজল বলেন, দুর্ঘটনার পর পুলিশ বাসটি থানা হেফাজতে নিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা