শৈলকুপায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
- মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ)
- ১৭ আগস্ট ২০২২, ১৪:৪৬

ঝিনাইদহের শৈলকুপায় হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালদের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন শৈলকুপা উপজেলার শিতালী গ্রামের রান্নু খান, জামাল খান ও কানু খান। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন একই গ্রামের শামসুর রহমান খান।
রায়ের বিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে শৈলকুপা উপজেলার শিতালী গ্রামে সুপারি গাছের মালিকানা নিয়ে বিরোধের জেরে সকালে প্রতিবেশী মো: আলাউদ্দিন খান নামের এক ব্যক্তিকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন রান্নু খানসহ কয়েকজন। এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে আলাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন নিহতের স্ত্রী শৈলকুপা থানায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করে। সেই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। মামলার বাকি তিন আসামিকে খালাশ প্রদান করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা