২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পাইকগাছায় জোয়ারের পানিতে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

পাইকগাছায় জোয়ারের পানিতে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। - ছবি : নয়া দিগন্ত

খুলনার পাইকগাছায় বৈরী আবহাওয়ায় শিবসার জোয়ারের পানি অস্বাভাবিক বেড়ে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে কয়েক শ’ ছোটবড় মৎস্য ঘের। বসতবাড়িতে ঢুকে পড়েছে লোনা পানি।

রোববার দুপুরে প্রবল জোয়ারে উপজেলার সোলাদানা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ২৩ নম্বর পোল্ডারের বয়ারঝাঁপা এলাকার ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে প্রায় ৩০ ফুট ওয়াপদার বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন জানান, বৈরী আবহাওয়ায় রোববার দুপুরে জোয়ারের সময় শিবসা নদীর পানি অস্বাভাবিক হারে বেড়ে গিয়ে বাধঁ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে কয়েক শ’ ছোটবড় মৎস্য ঘের ভেসে গেছে। ভাটার সময়ে এলাকাবাসীকে সাথে নিয়ে বাঁধ নির্মাণের কাজে নামার কথা জানান তিনি।

তিনি বলেন, বাঁধ নির্মাণ সম্ভব না হলে রাতের জোয়ারে ইউনিয়নের প্রায় পাঁচ গ্রাম লোনা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়ছে।

ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী জানান, শিবসা নদীর তীরবর্তী বয়ারঝাঁপার ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে ওয়াপদার বেড়িবাঁধটি ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। রাতে ভাটার সময় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধটির মেরামতের প্রস্তুতির কথা জানান তিনি।

বাঁধ ভেঙে যাওয়ার খবরে এলাকা পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো: রাজু হাওলাদার জানান, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সরবরাহকৃত প্রয়োজনীয় সরঞ্জামাদি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত বাঁধটি প্রাথমিকভাবে মেরামত করার প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, বৈরী আবহাওয়ায় শিবসা নদীর প্রবল জোয়ারের উগরে দেয়া পানিতে পাউবোর ঝুঁকিপূর্ণ ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত বাঁধটির সংস্কারে প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানো হয়েছে। রাতে ভাটার সময় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধটির সংস্কারে কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement