১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

৫ বছর ধরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

৫ বছর ধরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক -

যশোরের চৌগাছায় ৫ বছর ধরে মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ওই মেয়ে বাবার বিরুদ্ধে চৌগাছা থানায় ধর্ষণ মামলা করেন।

উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের একটি গ্রামে গত ২৮ জুন সর্বশেষ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন অভিযোগকারী।

জানা যায়, নিজের সন্তানকে পাঁচ বছর ধরে ধর্ষণ করতেন বাবা মশিয়ার রহমান (৪৫)। ধর্ষণে সুবিধার জন্য মেয়েকে অল্প বয়সে গ্রামেই বিয়ে দেন। এরপর সেখানে থেকে বিয়ে বিচ্ছেদ করিয়ে আরেক জায়গায় বিয়ে দেন। পরে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে বাড়িতে রেখে নিজে ধর্ষণ করতেন। একপর্যায়ে অতিষ্ট হয়ে মেয়েটি তার বোনকে নিয়ে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি নেন। তবুও মেটেনি মাদক কারবারি ওই বাবার লালসা। সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে এলে মেয়েকে (১৮) আবারো ধর্ষণ করেন। এবার মেয়ে সোজা চলে যান চৌগাছা থানায়। বাবার বিরুদ্ধে করেন ধর্ষণের অভিযোগ। থানা পুলিশ ওই বাবাকে আটকের পর তিনি স্বীকার করেন মেয়েকে ধর্ষণের কথা। মেয়ের করা ধর্ষণের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে ওই বাবাকে।

এর আগে মঙ্গলবার মেয়েটি থানায় এসে তার বাবার বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ ওই বাবাকে আটক করে। পরে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে মেয়েটির লিখিত অভিযোগটি এজহার হিসেবে আমলে নিয়ে মামলা নথিভুক্ত করেন।

থানায় আসা মেয়েটির মা জানান, বিষয়টি আমি আগে কখনোই জানতে পারিনি।

স্থানীয়রা জানান, ওই মেয়েটির প্রথমে গ্রামে দুটি বিয়ে হয়। সেখান থেকে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি নেয়। সেখানেও দুটি বিয়ে করে সে। এরপর গ্রামে ফিরে নিজের মামাতো ভাইকে বিয়ে করে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যাক্তি প্রাথমিকভাবে ঘটনাটি স্বীকার করেছেন। বাবাকে আটক করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল