২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

খুলনায় ধারালো অস্ত্রের আঘাতে কলেজছাত্র নিহত

খুলনায় ধারালো অস্ত্রের আঘাতে কলেজছাত্র নিহত - প্রতীকী ছবি

খুলনায় সৈয়দ তাহমিদুন্নবী নামের এক কলেজছাত্রকে দিনে ধারালো অস্ত্রের মাধ্যমে কুপিয়ে জখম করা হলে ওই দিন রাতেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নগরীর দৌলতপর নতুন রাস্তা এলাকায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

নিহত তাহমিদুন্নবী রায়েরমহল কলেজের শিক্ষার্থী এবং দৌলতপুর থানার নতুন রাস্তা সাহাপাড়া মোড় এলাকার সৈয়দ তৌহিদুন্নবীর ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম তাহমিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের পরিবার ও প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে নতুন রাস্তা সাহাপাড়া মোড় এলাকার কাঠমিস্ত্রি পলাশ সৈয়দ তাহমিদুন্নবীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে আগে থেকে উপস্থিত চার-পাঁচজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাকে জখম করে। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাহমিদকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের দুলাভাই রবিউল গাজী উজ্জ্বল বলেন, কী কারণে তাহমিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা আমরা জানি না। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই।


আরো সংবাদ



premium cement
ইউরোপ ও কিরগিজস্তানগামী শ্রমিকদের বহির্গমন ছাড়পত্রে অনিয়ম চুয়েট বন্ধ ঘোষণা : ভিসি অফিসে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তালা এলএনজি ও সার আমদানিসহ ক্রয় কমিটিতে ৮ প্রস্তাব অনুমোদন মাহাথিরের ছেলেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৩০ জনের মৃত্যু বৌভাতের অনুষ্ঠানে গিয়ে দুর্ঘটনা ফুটেছে কৃষ্ণচূড়া- জেগেছে রাঙা মঞ্জুরি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ জন গ্রেফতার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে উত্তরের ১২ উপজেলায় মানববন্ধন, সমাবেশ প্রতিটি সংসদীয় এলাকায় ‘এমপিরাজ’ তৈরি হয়েছে : রিজভী উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্রের ধারা ক্ষুণ্ণ হবে : সিইসি

সকল