২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বেনাপোলে দুই যুবকের পায়ুপথ থেকে ৩ সোনার বার উদ্ধার

বেনাপোলে দুই যুবকের পায়ুপথ থেকে ৩ সোনার বার উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

যশোরের বেনাপোলে দুই যুবকের পায়ুপথ থেকে তিনটি সোনারবার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা। যার ওজন ৩৫০ গ্রাম। ভারতে পাচারের সময় এই সোনা উদ্ধার করা হয়।

বুধবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাচ্ছিলেন শরীয়তপুর জেলার পালং উপজেলার নুরুজ্জামান খানের ছেলে ফাহাদ উজ জামান খান ও কাশেম খানের ছেলে নান্টু খান। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় গোয়েন্দারা নোম্যান্সল্যান্ড থেকে তাদের আটক করে।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানিয়েছেন, সন্দেহজনকভাবে ওই দুই যুবককে আটক করা হয়। পরে ক্লিনিকে নিয়ে এক্সরে করার পর তাদের পায়ুপথে সোনার বার আছে বলে নিশ্চিত হন কর্মকর্তারা। এরপর পায়ুপথ থেকে তিনটি সোনার বার বের করা হয়। আটক দুই যুবকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement