২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

৫ ঘণ্টা পর খুলনার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

৫ ঘণ্টা পর খুলনার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক - ছবি : নয়া দিগন্ত

টানা পাঁচ ঘণ্টা পর খুলনার সাথে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। রেললাইনের উপরে ভেঙ্গে পড়া গাছ অপসারণ করার পর সকাল পৌনে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা স্টেশন মাস্টার নাজমুল হুসাইন। তিনি বলেন, শনিবার ভোরে কালবৈশাখীর তাণ্ডবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা-হালসার মাঝামাঝি স্থানে রেললাইনের উপর বেশ কিছু গাছ ভেঙ্গে পড়ায় সারাদেশের সাথে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পাঁচ ঘণ্টার ব্যবধানে গাছগুলো অপসারণ করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শনিবার ভোরে আলমডাঙ্গা উপজেলায় আধা ঘণ্টার ও বেশি সময় ধরে কালবৈশাখী তাণ্ডব চালাই। এতে উপজেলার কয়েকটি ইউনিয়নে কয়েক শ’ বাড়িঘরের চালা উড়ে যায়। বিদ্যুতের খুটিসহ উঠতি ফসল ধান, পান বরজ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

আলমডাঙ্গা-হালসার মাঝামাঝি স্থানে রেললাইনের উপর গাছ ভেঙ্গে পড়লে ভোর সাড়ে ৫টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে গাছ ভেঙ্গে পড়ায় সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সড়কের গাছ অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।


আরো সংবাদ



premium cement