১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মেহেরপুর জেলা আ’লীগের সভাপতি ফরহাদ, সম্পাদক খালেক

মেহেরপুর জেলা আ’লীগের সভাপতি ফরহাদ, সম্পাদক খালেক। - ছবি : সংগৃহীত

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি এবং এম. এ খালেক পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল শেষে তাদের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম (এমপি) কাউন্সিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের নাম ঘোষণা করেন।

জানা গেছে, কমিটিতে জিয়াউদ্দীন বিশ্বাস, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল মান্নান, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ও অ্যাডভোকেট মিয়াজান আলীকে সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়ারুল ইসলামকে আবারো যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, জয়নাল আবেদীন ও মেহেরপুর-২ আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনকে জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত করা হয়েছে।

সোমবার দুপুরের ওই সম্মেলন ভার্চুয়ালী উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও সম্মেলনের সভাপতি ফরহাদ হোসেন এমপি।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পারভিন জামান কল্পনা, সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের প্রশাসক গোলাম রুসুলসহ নেতৃবৃন্দ। সম্মেলনে কাউন্সিলরদের ভোট ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

কমিটির নাম ঘোষণার পর প্রধান অতিথি বলেন, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই কমিটি মেহেরপুর জেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করবে। এছাড়া কিছু দিনের মধ্যে কমিটির অন্য পদগুলোও ঘোষণা করা হবে। নতুন কমিটির নেতাদের আওয়ামী লীগের সব পর্যায়ের নেতা-কর্মীদের সাথে নিয়ে তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

এর আগে মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ভার্চুয়ালী উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অর্থ-পাচার মামলায় ভারতে আটক বহুল আলোচিত পি.কে হালদার আওয়ামী লীগের কেউ নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবির প্রতিবাদ করে তিনি বলেন, অর্থ-পাচারের তালিকা করতে হলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের নয়, আগে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতা যারা অর্থ-পাচার করেছেন তাদের তালিকা করতে হবে।


আরো সংবাদ



premium cement