১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আলমডাঙ্গায় পিকআপচাপায় শিশু নিহত

- ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রশিক্ষণ নেয়ার সময় পিকআপচাপায় জিসান আহমেদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান উপজেলার ডাউকি ইউনিয়নের বিনোদপুর গ্রামের পূর্বপাড়ার আলী হকের ছেলে। এ সময় পিকআপচালক পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা পিকআপটি ভাংচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রশিক্ষণার্থী তিতাসকে আটক করেছে। ঘাতক পিকআপটি জব্দ করে জামজামি পুলিশ ক্যাম্পে নেয়া হয় বলে নিশ্চিত করেছেন ক্যাম্পটির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামির আলী।

আটককৃত প্রশিক্ষণার্থী তিতাস (১৮) আলমডাঙ্গা উপজেলায় বেলগাছি গ্রামের বানাত আলীর ছেলে।

ডাউকি ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, বিনোদপুর বিদ্যালয়ের মাঠে তিতাস নামের এজ প্রশিক্ষণার্থীকে পিকআপচালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন চালক। মাঠটি বাড়ির পাশে হওয়ায় জিসানসহ কয়েকজন শিশু ওই মাঠে খেলা করছিল। এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারালে চাকার তলে পড়ে শিশু জিসান। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলে জিসানের মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা পিকআপটি ভাঙ্চুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

তিনি আরো বলেন, চার ভাই-বোনের মধ্যে জিসান আহমেদ সবার ছোট। জিসানের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে বাবা-মা বারবার মুর্ছা যাচ্ছেন।

জামজামি ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামির আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রশিক্ষণার্থী তিতাসকে আটক করেছে। পিকআপটি জব্দ করে ক্যাম্পে নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement