১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চুয়াডাঙ্গায় বাওড়ে নৌকাডুবিতে পাহারাদারের মৃত্যু

চুয়াডাঙ্গায় বাওড়ে নৌকাডুবিতে পাহারাদারের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে ইঞ্জিনচালিত নৌকা ডুবে বাদল গোলদার (৩৫) নামের এক বাওড় পাহারাদারের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর বাওড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় দুই ঘণ্টা নিখোঁজ থাকার পর স্থানীয়রা বাওড় থেকে তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়। বাদল গোলদার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের রেজাউল গোলদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদল গোলদার গত বছরের শেষের দিকে বেনীপুর বাওড়ের রাত্রীকালীন পাহারাদার হিসেবে চাকরি নেন। প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যার দিকে তিনি বাওড় পাহারা দেয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাত ১১টার দিকে অন্য পাহারাদারদের সঙ্গে ইঞ্জিনচালিত নৌকায় চড়ে বাওড়ের চারপাশে ঘুরে রাত্রীকালীন টহল দিতে থাকেন। এসময় হঠাৎ করেই ইঞ্জিনচালিত নৌকাটি পানিতে ডুবে যায়। অন্য পাহারাদাররা সাঁতরে ডাঙায় উঠতে পারলেও নৌকার সাথে পানিতে তালিয়ে যান বাদল। পরে তার সহকর্মীরা বাওড়ের মধ্যে অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। এ ঘটনার দুই ঘণ্টা পর তার লাশ উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয়রা।

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্যা বলেন, রাতেই দুর্ঘটনাটির বিষয়ে জানতে পারি। তখন পর্যন্ত বাদলকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার দুই ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাওড় পাহারা দেয়ার সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবে বাদল নামের এক পাহারাদারের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।


আরো সংবাদ



premium cement
সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার

সকল