১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শার্শা ইউপি নির্বাচন : ৫ স্বতন্ত্র, ৫ নৌকার প্রার্থী জয়ী

-

নির্বাচন বয়কট ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার মধ্য দিয়ে যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে। ভোট পরবর্তী গণনায় ইতোমধ্যে প্রাপ্ত ফলাফলে ৫ জন নৌকার প্রার্থী ও ৫ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

শার্শা উপজেলা নির্বাচন কমিশনার মেহেদি হাসান জানান, শার্শা সদর ইউনিয়নে নৌকার প্রার্থী কবির উদ্দিন তোতা জয়ী হয়েছেন। বাগআচড়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক আনারস প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। উলাশী ইউনিয়নে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী রফিকুল ইসলাম।

কায়বা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন আনারস প্রতীকে জয়ী হয়েছেন। গোগা ইউনিয়নে আনারস প্রতীকে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমান।

পুটখালী ইউনিয়নে আব্দুল গফ্ফার নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। বাহাদুরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান আনারস প্রতীকে জয়ী হয়েছেন।

নিজামপুর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সেলিম রেজা বিপুল। ডিহি ইউনিয়নে নৌকার প্রার্থী আসাদুজ্জামান মুকুল জয়ী হয়েছেন। লক্ষণপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আনোয়ারা খাতুন বেসরকারীভাবে জয়ী হয়েছেন।

এ ব্যাপারে শার্শা উপজেলা নিবাহী অফিসার মীর আলিফ রেজা জানান, তুচ্ছ কিছু ঘটনা ছাড়া শার্শায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাল ভোট দেয়ার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।


আরো সংবাদ



premium cement