২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চা বিক্রেতার ছদ্মবেশে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ার কুমারখালীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে চা বিক্রেতার ছদ্মবেশ ধারণ করে আটক করেছে থানা পুলিশ।

বুধবার সন্ধ্যা ৭ টার পরে চাপড়া ইউনিয়নের জয়নাবাদ থেকে তাকে আটক করা হয়।

আটক যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি চাপরা ইউনিয়নের ছেঁউরিয়া মন্ডলপাড়ার মৃত ছালামত মন্ডলের ছেলে মো: খোকন মন্ডল (৩৬)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খোকন মন্ডলের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিলো। দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির বর্তমান অবস্থান জানার পর জয়নাবাদ গ্রামে এসআই আরিফুল ও এএসআই দেলোয়ার হোসেন চা বিক্রেতার ছদ্মবেশ ধারণ করে তাকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, ছেঁউরিয়ার জয়নাবাদ থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে এসআই আরিফুল ইসলাম ও এএসআই দেলোয়ার হোসেন তথ্য প্রযুক্তিরল ব্যবহার ও চা বিক্রেতার ছদ্মবেশে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে।


আরো সংবাদ



premium cement