২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চুয়াডাঙ্গায় গলায় মার্বেল আটকে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় গলায় মার্বেল আটকে শিশুর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় পরিবারের অসাবধানতায় গলায় (শ্বাসনালিতে) মার্বেল আটকে সোয়াইদ হোসেন (১) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিমপাড়ায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা সোয়াইদকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু বেলগাছি মুসলিমপাড়ায় সোহাগ হোসেন ও আঁখি খাতুনের একমাত্র সন্তান।

শিশু সোয়াইদের পিতা সোহাগ বলেন, ‘সন্ধ্যায় আমার ছেলে বাড়িতে বসে মার্বেল দিয়ে খেলা করছিল। আমি ছেলেকে রেখে বাইরে চলে গেলে সে মার্বেলটি মুখে দেয়। এসময় মার্বেলটি তার শ্বাসনালিতে আটকে যায়। সোয়াইদ অসুস্থ হয়ে পড়লে তার মায়ের চিৎকারে আমি বাড়িতে ফিরে দ্রুত ছেলেকে হাপসাতালে নিয়ে আসি।’

চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আক্তার বলেন, ‘সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসে। শিশুটি বাড়িতে খেলা করার সময় মার্বেল খেয়ে ফেলেছে বলে জানায়। তবে আমরা শিশুটিকে জরুরি বিভাগে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, শ্বাসনালিতে মার্বেল আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।’


আরো সংবাদ



premium cement