২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মাগুরায় নির্বাচনী সহিংসতা : ৪ নিহতে ১২০ জনের বিরুদ্ধে ২ মামলা

- ফাইল ছবি

মাগুরার জগদল গ্রামে নির্বাচনী সহিংসতায় চারজনকে কুপিয়ে হত্যার পাঁচ দিন পর বুধবার মাগুরা সদর থানায় আরেকটি হত্যা মামলা হয়েছে। নিহত ইমরান হোসেনের মা ফরিদা বেগম নতুন মামলাটি করেন। এই মামলায় দুদু মোল্ল্যাকে প্রধান আসামিসহ ৫২ জনের বিরুদ্ধে ছেলে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এর আগে নিহত সবুর মোল্যা ও কবির মোল্যার ছোট ভাই আনোয়ার মোল্যা নজরুল ৬৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মেম্বরকে প্রধান আসামি করা হয়।

এ নিয়ে দুই পক্ষের পৃথক দুটি হত্যা মামলায় ১২০ জন আসামি করা হলো। এর মধ্যে মাত্র চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ দিকে গ্রেফতার আতঙ্কে জগদল গ্রাম এখন পুরুষশূন্য হয়ে পড়েছে। লুটপাট ভাঙচুর ঠেকাতে গ্রামের বেশ কয়টি স্থানে পুলিশি পাহারা বসানো হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, নিহত ইমরান হোসেনের মা ফরিদা বেগম বুধবার দুদু মোল্যাকে প্রধান আসামি করে ৫২ জনের নামে আরেকটি মামলা দায়ের করেছেন।

এর আগে শুক্রবার বিকেলে আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরা সদরের জগদল গ্রামে দুই ওয়ার্ডের মেম্বরপ্রার্থী নজরুল ইসলাম ও সৈয়দ আলী হাসান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সংঘর্ষে সৈয়দ আলী হাসান গ্রুপের আপন দুই সহোদরসহ চারজন নিহত হন। নিহত হন জগদল দমদমা পাড়ার মৃত সাবাজ উদ্দিনের ছেলে দুই সহোদর সবুর মোল্ল্যা (৫৫) ও কবির মোল্ল্যা (৫০)। অপর নিহত ব্যক্তি তাদের চাচাতো ভাই রহমান মোল্ল্যা (৫০)। নিহত আরেকজন হলেন প্রতিপক্ষের লুৎফার মোল্ল্যার ছেলে ইমরান হোসেন (৪০)।


আরো সংবাদ



premium cement