২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পানে শিশুর মৃত্যু

জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পানে শিশুর মৃত্যু - ছবি : সংগৃহীত

যশোরের চৌগাছায় জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পান করে শাওন হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরুপপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে স্বরুপপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

স্বজনদের সূত্রে জানা যায়, শাওন কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। বুধবার রাতে জ্বরের ওষুধ ভেবে সে নিজেদের ঘরে থাকা কীটনাশক পান করে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহায়তায় তাকে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। শুক্রবার তার লাশ ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement