১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

সন্তানকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না মায়ের

- ফাইল ছবি

সন্তানকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না খাদিজা খাতুন (২২) নামের এক মায়ের। বৃহস্পতিবার দুপুরে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যায়। এতে পিষ্ট হয়ে ওই মা নিহত হয়েছেন। এ দুর্ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার রাহাতপুর গ্রামে।

খাদিজা খাতুন ওই গ্রামের ইরাক প্রবাসী স্বাধীন মল্লিকের স্ত্রী।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে চড়ে নহাটা যান খাদিজা খাতুন। সেখানে তার ছয় বছরের মেয়েকে ডাক্তার দেখান। এরপর দুপুরের দিকে সন্তানকে নিয়ে মোটরসাইকেলেই বাড়ি ফিরছিলেন। নহাটা-বিনোদপুর সড়ক দিয়ে রাহাতপুর এলাকায় পৌঁছালে সড়কে থাকা পচা পাটের পাতায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পড়ে যায়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ করতে গিয়ে শিশু ও মোটরসাইকেলচালক ছিটকে রাস্তার পাশে পড়ে। তবে বিপরিত দিক থেকে আসা ট্রাকের নিচে পড়ে যান খাদিজা। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়েছে। এছাড়া আইনি পক্রিয়া শেষে ওই নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement