১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

খুলনার বিভিন্ন হাসপাতালে করোনায় আরো ১২ জনের মৃত্যু

খুলনার বিভিন্ন হাসপাতালে করোনায় আরো ১২ জনের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

খুলনার বিভিন্ন হাসপাতালে করোনা সংক্রমিত হয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যমকে এসব খবর জানানো হয়।

স্থানীয় বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর হাসপাতালগুলোতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ১১ জনের।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ডা: সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন আর বাকি চারজন করোনা উপসর্গে মারা যান। এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১২৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন আরো ২৭ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা: প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে খুলনার তিনজন মারা গেছেন। হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪০ জন। গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজন করোনা রোগী ভর্তি হয়েছেন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা: কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন। গত ২৪ঘণ্টায় আরো ১২ জন ভর্তি হয়েছেন।

সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। এ হাসপাতালের করোনা ইউনিটে ৬৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আটজন। গাজী হাসপাতালে আরো চারজন মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরো ৭৩ জন।


আরো সংবাদ



premium cement