২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চুয়াডাঙ্গা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

মৃত রবিউল ইসলাম - ছবি নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা জেলা কারাগারে থাকা সাজাপ্রাপ্ত রবিউল ইসলাম (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। তার মাথার বাম পাশে একটি আঘাতের চিহৃ আছে, তবে কারাগার কর্তৃপক্ষের দাবি, রবিউল ইসলাম বাথরুমে গিয়ে আঘাত পেয়েছেন। রবিউল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার আনোয়াতর হোসেনের ছেলে। তিনি মেহেরপুর জেলার একটি মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া বলেন, মেহেরপুর জেলার একটি মাদক মামলায় রবিউল ইসলামের এক বছরের সাজা হয়। গত ১৫ মে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে হস্তান্তর করা হয়। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শনিবার দুপুরে বাথরুমের গিয়ে মাথায় আঘাত লাগে রবিউল ইসলামের। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: ফাতেহ আকরাম।

তিনি বলেন, সদর হাসপাতালের ভেতরে রবিউল ইসলামের মৃত্যু হয়। তার মাথার বাম পাশে একটি আঘাতের (ক্ষত) চিহৃ আছে। তিনি মৃগী রোগে আক্রান্ত থাকায় বাথরুমের পড়ে গেছে বলে জেলখানা কর্তৃপক্ষ জানিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে রবিউল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement