১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চুয়াডাঙ্গায় উলামা পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

চুয়াডাঙ্গায় উলামা পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা উলামা পরিষদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদের জেরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ওপর হামলা, চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীদের ওপরে গুলি ও হত্যাসহ ঢাকার যাত্রাবাড়ী মাদরাসার ছাত্রাবাসে পুলিশি হামলার অভিযোগে এ বিক্ষোভ হয়।

শনিবার আসরের নামাজের পর চুয়াডাঙ্গা কেদারগঞ্জ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আদালত মোড়ে পৌঁছলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল কাসেমী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা উলামা পরিষদের সহ-সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক মুফতি রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ ও প্রচার সম্পাদক মুফতি আযিযুল্লাহ।

এ ছাড়াও উলামা পরিষদের বিভিন্ন থানার নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ ও প্রতিবাদসভায় অংশ নেন বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement