১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

কুষ্টিয়ায় ১৫ দফা দাবি আদায়ে তামাকচাষীদের অনশন

-

কুষ্টিয়ায় দেশীয় তামাকচাষী কল্যাণ সমিতির ১৫ দফা দাবি আদায়ে তামাকচাষী ও শ্রমিকরা অনশন কর্মসূচি পালন করেছে।

সোমবার কুষ্টিয়া পৌরসভার চত্বরে সকাল থেকে শুরু করে বিকেল অবধি এই অনশনে অংশ নেয় কয়েক হাজার তামাকশ্রমিক।

দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতির আহবায়ক কুষ্টিয়ার মারানিবাসী আশরাফুল ইসলাম জানান, ‘আমরা তামাকচাষীরা তামাকের ন্যায্য মুল্য না পাওয়াতে তামাক চাষে আগ্রহ হারিয়ে ফেলছি। দেশে বর্তমানে ২টি বিদেশী কোম্পানি ও কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান তামাক ক্রয় করে থাকে। আমরা তামাক চাষীরা তামাকের ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হচ্ছি। বিদেশী কোম্পাানিগুলো সিন্ডিকেট করে তামাকের দাম কমিয়ে দেয়ায় উৎপাদন খরচ উঠে আসছে না।’

তিনি বলেন, ‘বিদেশী কোম্পানিগুলো আমাদের উন্নত তামাকের মান কমিয়ে দাম দিচ্ছে কম আর এতে তামাক চাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২০১৭-১৮ অর্থ বছরে অর্থমন্ত্রীর ওয়াদা বাস্তবায়ন করলে চাষীরা সুফল পাওয়ার পাশাপাশি দেশীয় তামাকশিল্প ভালো পরিবেশে ব্যবসা করতে পারতো তা নাহলে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষতি কাটিয়ে উঠতে বেগ পেতে হবে।’

তিনি তামাকচাষীদের ১৫ দফা দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে বলেন, ‘সরকার আমাদের দাবি না মানলে প্রয়োজনে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

তামাক চাষীদের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে-
দেশের প্রতিটি তামাক চাষীর রেজিষ্টেশনভুক্ত করতে হবে;
তামাকের ন্যায্য মুল্য নিশ্চিত করতে হবে;
দেশীয় মালিকানার কোম্পানির জন্য আলাদা নীতিমালা বাস্তবায়ন করতে হবে;
তামাকের কারবারি করে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না;
দেশীয় মালিকানার তামাক শিল্পকে সুকৌশলে ধ্বংস করা যাবে না;
দেশীয় রুগ্ন তামাক শিল্পকে পুনরুজ্জিবিত করতে হবে;
বিদেশী আগ্রাসন থেকে দেশীয় তামাক শিল্পকে বাঁচাতে হবে;
দেশীয় তামাক নির্ভর কৃষি,কৃষক ও শ্রমিকদের সুরক্ষা দিতে হবে;
দেশীয় শিল্প রক্ষার স্বার্থে বিদেশী বহুজাতিক কোম্পাানর সিগারেটের উপর অধিক কর আরোপ করতে হবে এবং
তামাক চাষীদের সুরক্ষার জন্য সরকারী নীতিমালা করতে হবে ইত্যাদি।


আরো সংবাদ



premium cement
জনগণের শক্তির কাছে আ'লীগকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেরিনা তাবাসসুম বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের ট্রাকচাপায় নিহত ১৪ : তদন্ত কমিটি গঠন, চালক-হেলপার গ্রেফতার নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে মধ্যস্তকারীর ভূমিকা থেকে সরে যাবে কাতার! আফ্রিদির সাথে বিবাদের বিষয়ে কথা বললেন বাবর বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সাথে টেস্ট খেলতে চান রোহিত অধ্যাপক মাযহারুল ইসলামের বাসভবনে অধ্যাপক মুজিবুর রহমান ইউক্রেনের ২০টি ড্রোন, ২টি ক্ষেপণাস্ত্র নিষ্কিৃয় করল রাশিয়া তালেবানকে আফগান মাটি অন্যদের ব্যবহারের সুযোগ না দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের।

সকল