২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

দুর্ঘটনার ২০ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি রেল যোগাযোগ, তদন্ত কমিটি গঠন

- ছবি - সংগৃহীত

কুষ্টিয়া স্টেশনসংলগ্ন মিলপাড়া এলাকায় মালবাহী ট্রেনের সাথে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনার ২০ ঘণ্টা পরও কুষ্টিয়ার সঙ্গে খুলনা, রাজশাহী, গোয়ালন্দ ও ফরিদপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে দুর্ঘটনা ঘটে। এতে পাঁচটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ শুরু হয় বিকেল ৫টা থেকে। আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত দুর্ঘটনাকবলিত লাইন থেকে তিনটি বগি উদ্ধার করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে পরিবহন বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী-১ বীরবল মণ্ডল জানান, দ্রুত গতিতে উদ্ধারকাজ চলছে। ট্রেন দুর্ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। আজকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান রেল কর্মকর্তারা।

গতকাল দুপুর পৌনে ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথে কুষ্টিয়া স্টেশনসংলগ্ন মিলপাড়া এলাকায় একটি মালবাহী ট্রেনের সাথে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও মালবাহী ট্রেনের মাঝের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুমড়ে মুচড়ে যায় ট্রেনের লাইন।

দুর্ঘটনার পর কুষ্টিয়ার সাথে খুলনা, রাজশাহী, গোয়ালন্দ ও ফরিদপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল