২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দর্শনা সীমান্তে পতাকা বৈঠক : ভারতীয়কে ফেরত

দর্শনা সীমান্তে পতাকা বৈঠক : ভারতীয়কে ফেরত - ফাইল ছবি

মঙ্গলবার দুপুরে দর্শনা সীমান্তের ৭৬ পিলারের কাছে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে এক ভারতীয় নাগরিককে ফেরত দেয়া হয়েছে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের এসআই আব্দুল আলীম জানান, গত ২০১৭ সালে ভারতের বিহার রাজ্যের ভগলপুর জেলার লদিপুর থানার উষ্ণতা গ্রামের শ্রী শিথারম মন্ডলের ছেলে শ্রী যতীনদর মন্তল (৩৮) অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে নাটোরের বাগাতীপাড়া থানা পুলিশের হাতে আটক হয়। দেশের প্রচলিত আইনে সাজার মেয়াদ শেষ হলে ওইদিন দর্শনা সীমান্ত দিয়ে তার মা শ্রী মিথিলা দেবীর কাছে হস্তান্তর করা হয়। এ সময় চুয়াডাঙ্গা বিজিবির-৬ ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর নিস্তার আহমেদ ও বিএসএফের কৃষ্ণনগর ৫৪ ব্যাটালিয়নের এসি শ্রী সন্তোষ কুমার বর্মনসহ দু’দেশের পুলিশ ও ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement