২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - ফাইল ছবি

শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ‘লাটা হাম্বার’ চালানো শিখতে গিয়ে জিলহাস মল্লিক (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

সোমবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলহাস উপজেলা নরেন্দ্রপুর গ্রামের হারেজ মল্লিকের ছেলে ও ঘোষনগর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা: মাহফুজুর রহমান মিয়া স্কুলছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর জানায়, ‘সকালে লাটা হাম্বারটি চালিয়ে নরেন্দ্রপুর থেকে ইট ভাটার দিকে যাচ্ছিল। নরেন্দ্রপুর এলাকার ইটভাটার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় জুলহাস গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় জিলহাসকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: কৃষ্ণ গোপাল দাস তাকে মৃত ঘোষণা করেন।’

স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এমপি। তিনি পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানান।

এ দিকে উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের সামনে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে চার জন আহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন উপজেলার শালিখা গ্রামের আরজ আলীর স্ত্রী শাহারবানু (৪০), বালিয়াডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে শহি হোসেন (৫০), বড় শিমলা গ্রামের শমসের আলীর ছেলে বিল্লাল হোসেন (২৬) ও একই গ্রামের মুন্না বিশ্বাসের ছেলে প্রদিপ বিশ্বাস (১৮)।


আরো সংবাদ



premium cement