১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত

-

যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় জহুরুল ইসলাম (২৭) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের বেড় তাহেরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। এছাড়াও এ ঘটনায় মোটরসাইকেল আরোহী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ইলিশমারি গ্রামের মফিজুর রহমানের ছেলে রোকনুজ্জামান রোকন (১৮) এবং আশাদুল ইসলামের ছেলে সজীব হোসেন (১৭) গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকেলে উপজেলার হাকিমপুর-বারোবাজার সড়কের হাকিমপুর গ্রামের মেম্বার আক্তারুজ্জামান মিলনের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

হাকিমপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আক্তারুজ্জামান মিলন জানান, হাকিমপুর গ্রামের টেনার বাড়িতে তারা রাজমিস্ত্রি কাজ করছিলেন। দুপুরের খাবার খেতে মোটরসাইকেলে করে জহুরুল ইসলাম নিজ বাড়িতে যান। পথিমধ্যে রাস্তার বিপরীত পাশের একটি বাড়ির পাকা দেয়ালে মোটরসাইকেলসহ ধাক্কা লাগে। এতে আরোহী তিনজন মারাত্মক আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোকনুজ্জামান রোকন ও সজীব হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। তাদের মধ্যে রোকনুজ্জামান রোকনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উত্তম কুমার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই জহুরুল ইসলামের মৃত্যু হয়।

চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রাজেশ বলেন, আমরা লাশটির প্রাথমিক সুরতহাল করেছি।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল