২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

স্বামী-স্ত্রী নিখোঁজের দু’দিন পর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, সন্দেহের তীর স্বামীর দিকে

স্বামী-স্ত্রী নিখোঁজের দু’দিন পর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, সন্দেহের তীর স্বামীর দিকে - ফাইল ছবি

চুয়াডাঙ্গার দর্শনা আকন্দবাড়ীয়া আবাসন প্রকল্প থেকে স্বামী-স্ত্রী নিখোঁজের দু’দিন পর স্ত্রী তারজিনা খাতুনের (২৮) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি জীবননগর উপজেলার উথলী সন্যাসীতলা মাঠে একটি আখক্ষেত থেকে পুলিশ বুধবার সন্ধ্যায় উদ্ধার করেছেন। তবে ধারণা করা হচ্ছে, স্বামী আব্দুস সালাম তার স্ত্রীকে হত্যার পর লাশ মাঠের ভেতরে ফেলে পালিয়ে গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মাধবখালী ছটাংগাপাড়ার হতদরিদ্র তালেব মালিতার মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী তারজিনা খাতুনের সাথে ১০ বছর আগে একই ইউনিয়নের শিংনগর গ্রামের মৃত সরফরাজ সরকারের ছেলে আব্দুস সালামের (৪০) বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে সালমা খাতুন (৬) ও আড়াই বছর বয়সের আলেয়া খাতুন নামে দু’টি মেয়েসন্তান রয়েছে। আব্দুস সালাম ঠিকমত কাজ-কর্ম না করায় গৃহবধূ তারজিনা খাতুন এলাকায় প্রায়ই ভিক্ষাবৃত্তি করতেন।

এ দিকে গত চার মাস আগে স্বামী আব্দুস সালাম স্ত্রী-সন্তানদের নিয়ে দর্শনা থানার আকন্দবাড়ীয়া আবাসন প্রকল্পে বসবাস শুরু করেন। সেখানে বসবাস অবস্থায় গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুস সালাম তার স্ত্রী তারজিনাকে নিয়ে মাঠে খড়ি কুড়ানোর জন্য বাড়ি থেকে বের হন। এ সময় আব্দুস সালামের হাতে একটি ধারালো দা ছিল বলে আবাসন প্রকল্পের লোকজন জানিয়েছেন।

নিহত গৃহবধূ তারজিনার বড় ভাই রবিউল ইসলাম বলেন, ‘গত চার মাস আগে আমার বোন তারজিনা খাতুন ও তার দু’মেয়েকে নিয়ে তার স্বামী আব্দুস সালাম তাদের গ্রামের বাড়ি শিংনগর থেকে আকন্দবাড়ীয়া আবাসন প্রকল্পে গিয়ে বসবাস শুরু করেন। আমার বোন বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় আব্দুস সালাম তাকে প্রায়ই মারধর করতেন। সালাম কাজ-কর্ম না করায় আমার বোন বাধ্য হয়েই গ্রামে ভিক্ষাবৃত্তি করতেন। সোমবার দুপুরের দিকে আমরা খবর পাই আমার বোনকে আব্দুস সালাম হাতে একটি ধারালো দা নিয়ে পাশের সন্ন্যাসীতলা মাঠে খড়ি কুড়াতে গিয়ে তারা আর বাড়িতে ফিরে আসেননি। খবর শুনে তাদেরকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। পরে না পেয়ে ঘটনার ব্যাপারে বুধবার দুপুরে থানায় নিখোঁজ অভিযোগ করার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উথলী সন্ন্যাসীতলা মাঠে বোনের মাথায়, হাতে ও ঘাড়ে কোপানো ক্ষতবিক্ষত লাশ এলাকাবাসী পড়ে থাকতে দেখেন। আমাদের ধারণা, সালাম আমার বোনকে খড়ি কুড়ানোর নামে মাঠে নিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়েছেন।’

উথলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মইনুল হাসান ময়েন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গৃহবধূ তারজিনার লাশ আখক্ষেতের মধ্যে দেখতে পেয়ে আমাকে জানালে, আমি জীবননগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনার ব্যাপারে বুধবার দুপুরে থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছিল। সন্ধ্যায় উথলী সন্ন্যাসীতলা মাঠে গৃহবধূ তারজিনা খাতুনের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। নিহত গৃহবধূ স্বামী আব্দুস সালামের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে সালামই তার স্ত্রীকে হত্যার পর আত্মগোপন করেছেন। স্বামী আব্দুস সালামকে গ্রেফতারের জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।


আরো সংবাদ



premium cement
অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’

সকল